উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে অপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থ বছর হতে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানা সমূহের নিবাসীদের অর্থ সরাসরি মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট এতিমখানার হিসাব সমূহে ইলেক্ট্রনিক ফান্ড টান্সফার (EFT) এর মাধ্যমে প্রেরণ করা হবে। উক্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা সমাজসেবা কার্যায়ল, লোহাগাড়া, চট্টগ্রাম এর নিবন্ধিত বেসরকারী ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানা সমূহের অবস্থানরত সকল এতিম ও দুস্থ্য নিবাসীদের তথ্য “ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম (IDSDP)” সফটওয়্যারে এন্ট্রি প্রদান করা প্রয়োজন।
এমতাবস্থায়, পূর্বে প্রেরিত ২২ কলামের তথ্য প্রস্তুত করে (ছবি, জন্ম নিবন্ধন, পিতার মৃত্যু সনদ/দুস্থ্ প্রত্যয়ন পত্র) সহ www.services.msw.gov.bd/auth/login সার্ভারে ঢুকে ইউজার আইডি:- kibriashuvo03@gmail.com পাসওয়ার্ড:- 77448866 দিয়ে লগইন করে আপনার প্রতিষ্ঠানে সকল নিবাসীদের তথ্য এন্ট্রি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, এন্ট্রি সংক্রান্ত যেকোন ধরণের সাহায্যের প্রয়োজন হলে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস